Select Page

প্রেমের বাঁধনে মাহি

প্রেমের বাঁধনে মাহি

mahi‘প্রেমের বাঁধন’ নামের সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। পরিচালনা করছেন গাজী জাহাঙ্গীর। নভেম্বরের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।

নতুন ছবিটি নিয়ে প্রথম আলোকে মাহি বলেন, ‘প্রেমের গল্পের ছবি এটি। গল্প শুনেই মন ভরে গেছে। তাই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এই পরিচালকের প্রেমের তাজমহল ও জীবন সীমান্তে ছবি দুটি তাঁর পছন্দের।’

গাজী জাহাঙ্গীর ও গাজী মাহবুব— দুই ভাই মিলে ‘প্রেমের তাজমহল’ ছবিটি নির্মাণ করেছিলেন। ‘প্রেমের বাঁধন’ সেই আদলের হবে কি না, জানতে চাইলে পরিচালক গাজী জাহাঙ্গীর বলেন, ‘এটিও প্রেমের ছবি। গল্পের প্রয়োজনে কিছু অ্যাকশন আছে। কিন্তু প্রেমের তাজমহল ছবির সঙ্গে মিল থাকবে না। বিষয়বস্তু, কাহিনি আলাদা।’ তিনি আরও বলেন, নতুন ছবির গল্প ও চিত্রনাট্য তাঁর নিজেরই। প্রায় এক বছর ধরে ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তিনি।

‘প্রেমের বাঁধন’-এ মাহির বিপরীতে অভিনয় করবেন বাপ্পী। তিনি বলেন, ‘আমাদের প্রথম ছবি ভালোবাসার রঙ থেকে শুরু করে বেশ কয়েকটি প্রেমের ছবিতে আমাকে ও মাহিকে জুটি হিসেবে দর্শকেরা গ্রহণ করেছেন। এই ছবিতেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছি।’

সিনেমাটিতে আরো অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, কাবিলা, রেবেকা প্রমুখ।


মন্তব্য করুন