Select Page

প্রেমের স্বীকারোক্তিতে ধন্যবাদ দিলেন মাহি

প্রেমের স্বীকারোক্তিতে ধন্যবাদ দিলেন মাহি

aziz-mahi

মাহির সঙ্গে প্রেম ছিল আব্দুল আজিজের। এ ধরনের কথা বেশ আগে থেকেই গুজব আকারে চালু আছে। কয়েকদিন আগে এক স্ট্যাটাসে এ কথা স্বীকার করে নেন জাজের কর্ণধার।

এতোদিন এ বিষয়ে চুপ ছিলেন জাজের ব্যানারে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া মাহি। এবার কালের কণ্ঠের কাছে মুখ খুললেন। পুরো বিষয়টিকে ইতিবাচক বলছেন তিনি। ধন্যবাদও জানান তার সাবেক প্রযোজককে।

মাকে নিয়ে লেখা স্ট্যাটাসের এক অংশে ৮ মে আজিজ লেখেন, ‘মাহির সঙ্গে আমার তখন গভীর প্রেম। মাহি একদিন জিজ্ঞেস করল, যদি তোমার মা বলে আমার সঙ্গে সম্পর্ক না রাখতে, তুমি কী করবে? আমি বলেছিলাম, আমার মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে, আমি উনাকে দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করব না, সোজা তোমার সঙ্গে সম্পর্ক ব্রেক করে দেব। কিন্তু তুমি নিশ্চিত থাকো, উনি কোনো দিন আমাকে এ কথা বলবেন না। আর এখনো বলেনওনি।’

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘বিষয়টিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। ফেসবুকে আজিজ সাহেব খুব জনপ্রিয়, অনেক ভক্ত-অনুসারী তার। সবার সামনে তিনি খোলামেলা কথা বলেছেন। ভালো। অনেক দিন আমার নতুন ছবির শুটিং নেই, নিউজ কাভারেজও পাচ্ছিলাম না। তার স্ট্যাটাসের কারণে এবার নিশ্চয়ই আমি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারব। ধন্যবাদ আজিজ সাহেবকে।’

আব্দুল আজিজের সাম্প্রতিক স্ট্যাটাসে ঘুরে-ফিরে নানাভাবে মাহি প্রসঙ্গ এসেছে। কিন্তু কখনো এতটা খোলামেলাভাবে কথা বলেননি তিনি।


মন্তব্য করুন