Select Page

প্রেম চলছে শশী শাহাদাতের

প্রেম চলছে শশী শাহাদাতের

Soshi - Shahadatকোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের টুনি চরিত্রের অভিনেত্রী শশী এবং জনপ্রিয় অভিনেতা শাহাদাত প্রেম করছেন – এমনটি বলছেন নিকটজনেরা। মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠানেই দুজনকে একত্রে দেখা যাচ্ছে, শশী তার পাশের আসনটি সবসময় বরাদ্দ রাখছেন শাহাদাতের জন্য।

শাহাদাতকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি অস্বীকার করে ‘ভালো বন্ধু’ বলে পরিচয় দেন। অন্যদিকে শশী জানিয়েছেন, এর আগে একটি মিডিয়াতে তিনি এ বিষয়ে বিস্তারিত বলেছেন, তাই অপেক্ষা করতে হবে।

বর্তমানে শশী অভিনয় করছেন শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত ‘সোয়াচান’ চলচ্চিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন