Select Page

প্লেব্যাক হলো, কিন্তু শুটিং হবে?

প্লেব্যাক হলো, কিন্তু শুটিং হবে?

মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ চলচ্চিত্রের জন্য কিছুদিন আগে প্লেব্যাক করলেন শাবনূর। কিন্তু শুটিংয়ে যোগ দেবেন কবে?

চলতি সপ্তাহে লোকেশনে হাজির হওয়ার কথা ছিল শাবনূরের। কিন্তু চরিত্রের উপযোগী করে নিজেকে প্রস্তুত করতে খানিকটা সময় নিয়েছেন তিনি। মাসখানেক পর শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা। এমন খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ইতিমধ্যে ছবির ৭০ ভাগ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি শুধু শাবনূরের অংশের। শুটিংয়ের তারিখও নির্ধারণ করেছিলেন ঈদের পর। কিন্তু চরিত্রের উপযোগী করে নিজেকে প্রস্তুত করতে আরেকটু সময় নিয়েছেন শাবনূর।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বললেন, “চরিত্রের জন্য শাবনূরকে আরেকটু স্লিম হতে হবে। আগের দৃশ্যগুলোতে বেশ স্লিম ছিল। এখনকার ফিটনেসের সঙ্গে আগের ফিটনেসে কোনো মিল নেই। তাই আরেকটু সময় নিচ্ছি আমরা। ইতিমধ্যে সে ডায়েট শুরু করেছে। জিমেও যাচ্ছে নিয়মিত। আশাকরি অক্টোবরের মধ্যেই শুটিং শুরু করতে পারব।”

সিনেমায় সংগীত কলেজের শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন শাবনূর। অভিনয়ের পাশাপাশি ছবিটির টাইটেল ট্রাকেও কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রীতম।

অক্টোবরের মধ্যেই ছবিটির দৃশ্যধারণ শেষ করতে চান নির্মাতা। এটি ছাড়াও শাবনূরকে নিয়ে আরো একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। শাবনূরের সঙ্গে রাখছেন মাহিকে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে দু’জনের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। এখন ভালো গল্প আর প্রযোজকের অপেক্ষায় আছেন বলে জানালেন তিনি।


মন্তব্য করুন