Select Page

পয়লা বৈশাখে পপির ‘সোনাবন্ধু’

পয়লা বৈশাখে পপির ‘সোনাবন্ধু’

popy

অনেকদিন পর ‘সোনাবন্ধু’ সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান পপি। চলচ্চিত্রটির শুটিং প্রায় শেষের দিকে। এখন শুধুমাত্র কয়েকটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। এ কাজটুকু শেষ হলে পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে ‘সোনাবন্ধু’।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব ও পরী মনি। পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।

গ্রামের পটভূমিতে প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ‘সোনাবন্ধু’ সম্পর্কে তায়েব ইত্তেফাককে বলেন বলেন, ‘একটি মৌলিক গল্প নিয়ে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। হলের দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত চলচ্চিত্রটি দেখবেন এবং হাসি মুখে হল থেকে বের হবেন এতোটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি। শুটিং প্রায় শেষের দিকে। এখন শুধু অপেক্ষায় আছি দর্শকদের সারিতে আমিও চলচ্চিত্রটি কবে পর্দায় দেখবো।’

 


মন্তব্য করুন