ফারিয়ার দৃষ্টিতে বাংলাদেশের শাহরুখ
একটি সিনেমায় অভিনয় করেই বেশ আলোচিত মডেলিং-উপস্থাপনা থেকে বড়পর্দায় আসা নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার কারণে ঢাকা ও কলকাতা— দুই দেশের দুই শহরের সংবাদমাধ্যমে পাচ্ছেন গুরুত্ব।
মঙ্গলবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় প্রকাশ হলো তার সাক্ষাৎকার। সেখানে নিজের বেড়ে উঠা, যৌথ প্রযোজনাসহ নানা বিষয়ে কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ঢালিউডের ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন আরিফিন শুভকে। বলেন, ‘অফকোর্স। শুভ। ও তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশের শাহরুখ খান হয়ে যাবে।’
‘কলকাতায় নাকি অনেকে বিশ্বাসই করছেন না আপনি বাংলাদেশের?’— এমন প্রশ্নে বলেন, “(চোখ বড় করে) ঠিক বলেছেন। আমকে এখানে সকলে ঘরের মেয়ে বলেই মনে করেন। অনেকে বিশ্বাসই করে না আমি বাংলাদেশের। এই তো সেদিন শো-তে একজন আমাকে বললেন, ‘তুমি তো আমাগো মাইয়া’।”
যৌথ প্রযোজনা প্রসঙ্গে ‘আশিকী’ নায়িকার সোজা-সাপ্টা উত্তর, ‘দেখুন, এপার বাংলা এপার বাংলার মধ্যে কমন বাংলা। রান্না মানে খাওয়াদাওয়া আর সিনেমা দুই বাংলার সেতু। দিনের শেষে আমরা চাই মানুষ হলে গিয়ে সিনেমা দেখুক। তাই এই উদ্যোগ তো খুব পজেটিভ বিষয়।’