Select Page

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’: সংগীত পরিচালক ও সহ-প্রযোজক এ আর রহমান

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’: সংগীত পরিচালক ও সহ-প্রযোজক এ আর রহমান

 

মোস্তফা সরয়ার ফারুকীর উচ্চাভিলাষী ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় সংগীত পরিচালক ও সহ-প্রযোজক হিসেবে যোগ দিলেন অস্কার, বাফটা ও গ্র্যামি-জয়ী এ ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমান।

খবরটি প্রকাশ করেছেন চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি ডটকম। এ আর রহমান সেখানে জানান, সময় সর্বদা নতুন জগতের জন্ম দেয়, নতুন আদর্শেরও। এই নতুন জগতের রয়েছে বলার মতো নিজস্ব চ্যালেঞ্জ ও নতুন গল্প। ফারুকীর সিনেমায়ও এমন গল্প বলবে।

ছবিতে প্রধান কয়েকটি চরিত্রে আছেন বলিউড অভিনেতা নাওয়াজউদ্দীন সিদ্দিকী, অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল ও বাংলাদেশের তাহসান খান। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে চিত্রায়িত এ ছবির সহ-প্রযোজক হিসেবে ‘সেক্রেড গেমস’ তারকাও আছেন।

‘নো ল্যান্ডস ম্যান’ মূলত ইংরেজি ভাষার সিনেমা। কিছু সংলাপ হিন্দি ও উর্দুতে থাকছে।

‌‘নো ল্যান্ডস ম্যান’ আন্তর্জাতিক বেশ কয়েকটি তহবিল পেয়েছে। প্রযোজনার সঙ্গে আরও আছে যুক্তরাষ্ট্রের আউটফিট ডায়ালেক্টিক, বাংলাদেশের ছবিয়াল, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, বঙ্গ ও ভারতের ম্যাজিক ইফ ফিল্মস।

চলতি বছরের শুরুর দিকে সিনেমাটির দৃশ্যায়ন শেষ হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে।


মন্তব্য করুন