Select Page

ফিটনেসই এখন সমস্যা!

ফিটনেসই এখন সমস্যা!

sabnur

শাবনূরকে সিনেমায় দেখা যায়নি অনেকদিন। সংসার নিয়ে ব্যস্ত থাকা এ তারকাকে আবারো পর্দায় চান দর্শক-নির্মাতারা। কিন্তু ফিটনেসের কারণে ফেঁসে গেছেন শাবনূর।

১ আগস্ট থেকে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাবনূরের। কিন্তু প্রত্যাশিত ফিটনেস না থাকায় পিছিয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শাবনূর চলচ্চিত্রে ফেরার খবরের শিরোনাম হয়েছেন। কিন্তু স্থুলতার তার জন্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এ নায়িকাও ওজন কমিয়ে পর্দায় ফিরতে চান।

এর আগেও ‘এত প্রেম এত মায়া’র শিডিউল পরিবর্তন হয়েছেন শাবনূরের কারণে। এবার অন্য চরিত্রদের নিয়ে শুটিং শুরু করবেন মানিক। আশা করছেন ঈদের পর শাবনূর ইউনিটে যোগ দেবেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। এতে একটি স্কুলের গানের শিক্ষিকার চরিত্রে দেখা যাবে শাবনূরকে।

শাবনূরের হাতে ইতোমধ্যে বেশকিছু চিত্রনাট্য জমা পড়েছে। এখন দেখার বিষয় কতটা ফিট হয়ে সিনেমায় ফিরতে পারেন একসময়কার ঢালিউডের এক নম্বর নায়িকা।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares