Select Page

ফিরেছেন প্রসূন

ফিরেছেন প্রসূন

টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এক বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন অভিনেত্রী প্রসূন আজাদকে। এখনো বাকি আরও ছয় মাস। এরই মধ্যে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। তবে কোনো নাটকে নয়। একটি শর্ট ফিল্ম ও একটি বাণিজ্যিক ধারার ছবির মধ্য দিয়ে তার এই যাত্রা শুরু হচ্ছে।

জুনাইদ ইভানের রচনায় ‘অমানুষ’ শিরোনামের শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন পলাশ। শর্ট ফিল্মটি ঈদে অনলাইনে প্রকাশ হবে। অন্যটি পরিচালক শফিকুল ইসলাম সোহেলের বাণিজ্যিক ছবি ‘ভোলা’। এখানে প্রসূন ছাড়া আরও অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। গত ২২ এপ্রিল থেকে গুলশানে এ সিনেমার দৃশ্যায়ন শুরু করা হয়েছে। বাপ্পি, আইরিন ও প্রসূন আজাদ ছাড়াও এ সিনেমায় সাইফ চন্দন, সোহেলসহ আরও অনেকে অভিনয় করছেন।

এই প্রসঙ্গে প্রসূন বলেন, ‘অনেক দিন ঘরের ভিতরে ছিলাম। কোনো কাজ ছাড়া বাইরে যেতাম না। এই দুটি কাজই ভালো লাগার মতো। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

অারো পড়ুন:   [ভিডিও] 'অচেনা হৃদয়' সিনেমার ২টি গান

Leave a reply

সাপ্তাহিক জরিপ

ঈদে কতগুলো ছবি মুক্তি দেয়া উচিত?
সর্বোচ্চ পাঁচটি
পাঁচটির বেশি
Poll Maker

Pin It on Pinterest

Shares
Share This