Select Page

ফের জাজের সিনেমায় তিশা, নায়ক শুভ

ফের জাজের সিনেমায় তিশা, নায়ক শুভ

 

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় জাজ মাল্টিমিডিয়ার ‌‘ডুব’-এ অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। এবার তাকে দেখা যাবে একই প্রতিষ্ঠানের নতুন ছবি ‘ভাইজান’-এ। যার প্রধান চরিত্রে আছেন আরিফিন শুভ। ছবিটি পরিচালনা করবেন কলকাতার  রাজ চন্দ।

ছবিটির শুটিং শুরু হবে আগস্টে। চরিত্রের জন্য আগস্টের ১ কিংবা ২ তারিখে লুক টেষ্ট করবেন শুভ।

ছবিটি এককভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, তিশা প্রধান নায়িকা নন, বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে প্রধান নায়িকা কে হবেন; সেটি একটু গোপনই রাখছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

আরিফিন শুভ বলেন, ‘ছবিটিতে যে ধরনের চরিত্রে অভিনয় করব, এর আগে এমন চরিত্রে দর্শক আমাকে দেখেনি। আমি আমার মতো করেই প্রস্তুতি নিচ্ছি। এর বেশি বলা যাবে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা চেষ্টা করছেন ছবির গল্প অনুযায়ী রিয়েল লোকেশনে শুটিং করার। যেটা এখন সচরাচর খুব একটা হয় না। সেসব জায়গায় কাজ করতে গেলে গর্ভনমেন্টের অনুমতি লাগবে।’

ঢাকার নারায়নগঞ্জ, ফতুল্লাসহ বেশ কিছু লোকেশনে ‘ভাইজান’-এর শুটিং হওয়ার কথা রয়েছে।

এর আগে শুভ ও তিশা অনন্য মামুনের পরিচালনায় অস্তিত্ব ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন।


মন্তব্য করুন