Select Page

২৪ জুলাই ‘ভঙ্গবঙ্গ’

২৪ জুলাই ‘ভঙ্গবঙ্গ’

আরণ্যক নাট্যদলের ৫৪তম প্রযোজনা ‘ভঙ্গবঙ্গ’। ২৪ জুলাই (সোমবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। মামুনুর রশীদের রচনায় নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।

নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক ফয়েজ জহির জানান, বেনাপোল ও হরিদাসপুর স্থলবন্দর প্রতিদিনের মতো কর্মচঞ্চল। সাধারণ যাত্রী, কাস্টমস, ইমিগ্রেশন, মানিচেঞ্জের দালাল, পরিবহন শ্রমিক, চোরাকারবার, পতিতা, মাতাল কত রঙ-বেরঙের মানুষের আনাগোনা। তার মাঝে এপারের চোরাকারবার রাজার সঙ্গে ওপারের পতিতা মালিনীর প্রেম-বিরহ, মাতাল বিশুর জীবনবোধ, কাস্টমস-ইমিগ্রেশনের বাণিজ্য সংকট, এর মধ্যে হঠাৎ উদ্ভট এক মানুষের আবির্ভাব নিত্যদিনের আবহ ঘোলাটে করে তোলে। এমনই এক গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘ভঙ্গবঙ্গ’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরিফ হুসাইন আপেল, কাজী আল- আমিন, মামুনুর রশীদ, রুবলী চৌধূরী, তমালিকা কর্মকার, সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাঈদ সুমন, হাসিম মাসুদ, মনির জামান, পার্থ চ্যাটার্জী, লায়লা বিলকিস, শারমিন হায়াত দীপা সহ অনেকে।


মন্তব্য করুন