Select Page

ফের জাতীয় পুরস্কারে জয়া?

ফের জাতীয় পুরস্কারে জয়া?

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ আগেও পেয়েছেন জয়া আহসান। ‘গেরিলা’ ও ‘চোরাবালি’তে অভিনয়ের জন্যে তিনি এই সম্মাননা পান। শোনা যাচ্ছে, আবার ঢাকা-কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী জাতীয় পুরস্কার পেতে যাচ্ছে।

সিনেপাড়ায় গুঞ্জন— ২০২৫ সালের সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান। আর এটি দেওয়া হচ্ছে অনিমেষ আইচের পরিচালনায় ‘জিরো ডিগ্রী’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য।

এমন খবরের সত্যতা ও অভিমত জানতে যোগাযোগ হলে বাংলা ট্রিবিউনকে বিস্ময় নিয়ে জয়া বলেন, ‘ওমা! তাই না কি? আমাকে এখনও কেউ জানায়নি। তবে যদি পাই ভীষণ খুশি হবো।’

এদিকে একই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার খবর মিলছে মাহফুজ আহমেদের নাম। তবে এই নামটির সঙ্গে যুক্ত হতে পারে শাকিব খানও। আর সেটি হবে এসএ হক অলীকের পরিচালনায় ‘আরও ভালো বাসবো তোমায়’ ছবিতে অভিনয়ের জন্য।

এদিকে এবারের আসরে আরো যারা পুরস্কার পাচ্ছেন তাদের নাম গেজেট আকারে প্রকাশের সম্ভাবনা রয়েছে ১২ মার্চ।

তবে তার আগেই বাতাসে ভাসছে জয়া আহসান, মাহফুজ আহমেদ, শাকিব খানদের নাম। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট অনেকের মাধ্যমে জানা যাচ্ছে এবারের আসরে ঘুরে ফিরে বেশিরভাগ পুরস্কার যাচ্ছে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রী’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, এসএ হক অলীকের ‘আরও ভালো বাসবো তোমায়’সহ ভিন্ন ধারার বেশ ক’টি সিনেমার ঘরে।

জানা গেছে,  ৩ এপ্রিল, চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হবে।


মন্তব্য করুন