Select Page

ফের ডিপজলের নায়িকা মৌসুমী

ফের ডিপজলের নায়িকা মৌসুমী

২০১৪ সালে ডিপজলমৌসুমী জুটি বেঁধে শুটিং শুরু করেন। কিন্তু শেষ হয়নি এফআই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ নামের সিনেমাটি। এবার তারা আবারও জুটি হচ্ছেন। মনতাজুর রহমান আকবরের ছবিটির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। এতে ডিপজলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। আরো থাকছেন বাপ্পী। আরেক নায়িকা হিসেবে পরী মনির নাম শোনা গেলেও এ নায়িকা বলছেন তিনি চুক্তিবদ্ধ হননি।

এর মাধ্যমে একযুগ পর আকবরের পরিচালনায় অভিনয় করছেন মৌসুমী। রাজেশ ফিল্মস ব্যানারে নাদির খান প্রযোজিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আকবরের নির্দেশনায় আরো ১৩ চলচ্চিত্রে অভিনয় করেন মৌসুমী। এ নায়িকা বলেন, ‘স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস আছে, সেই সঙ্গে আছে তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি ভালো কিছু হবে।’

১৯৯৫ সালে বাপ্পারাজের বিপরীতে ‘বাঘিনীকন্যা’ নামের ছবিতে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় মৌসুমী প্রথম অভিনয় করেন। সর্বশেষ ২০০৪ সালে আকবরের নির্দেশনায় ‘ভাইয়ের শত্রু ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেন।


মন্তব্য করুন