Select Page

বইয়ের নাম ‌‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’

বইয়ের নাম ‌‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’

শনিবার সন্ধ্যায় বিএফডিসি’র জহির রায়হান মিলনায়তনে ‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে দেশের চলচ্চিত্রের বিশিষ্ট এই প্রযোজকের ৭৯তম জন্মদিন উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ‘আমাদের দেশের চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে জাহাঙ্গীর খানের নাম নিবিড়ভাবে জড়িয়ে গেছে। বাবার শাসন অগ্রাহ্য করে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেছিলেন। যদিও চলচ্চিত্র প্রযোজনা থেকে এখন অনেক দূরে সরে আছেন, তারপরও মনটা চলচ্চিত্রেই পড়ে আছে।’

আরো বলেন, ‘দীর্ঘ পাঁচ দশক চলচ্চিত্র ব্যবসার সঙ্গে যুক্ত থেকে তিনি বিনোদনের নানামাত্রিক বৈশিষ্ট্যের ছবি উপহার দিয়েছেন। পোশাকি, ফ্যান্টাসি, ফোক ও সাহিত্যের চলচ্চিত্রায়ণ করেছেন। তাঁর অধিকাংশ ছবির প্রাণ গল্প, গান ও সংলাপ।’

বিশেষ অতিথি ফরিদুর রেজা সাগ বলেন, ‘এ কে এম জাহাঙ্গীর খান যে ব্যবসা করে সবচেয়ে বেশি নাম করেছেন, সেটি চলচ্চিত্র। চলচ্চিত্র জগতের সম্রাট তিনি, মুভি মোগল হিসেবে তাঁকে নিয়ে সবাই গর্বিত। তিনি সব সময় সম্রাটের মতোই বাংলাদেশের মানুষের মনে থাকবেন, কারণ তিনি অনেক চমৎকার ছবি তৈরি করেছেন। যে ছবিগুলো তৈরি করেছেন, সেগুলো এখনো আমাদের জীবনকে নানাভাবে প্রভাবিত করে।’

‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ বইয়ের লেখক আবদুল্লাহ জেয়াদ। এটি প্রকাশ করেছে জ্যোতি প্রকাশ। প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, এ টি এম শামসুজ্জামান, কাজী রোজী, মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।

সূত্র : প্রথম আলো।


মন্তব্য করুন