Select Page

বক: জীবনানন্দ দাশের কবিতার নায়িকা রুনা খান

বক: জীবনানন্দ দাশের কবিতার নায়িকা রুনা খান

কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ নিয়ে নির্মিত হচ্ছে ‘বক—দ্য সোল অব ন্যাচার’। সিনেমাটির পরিচালক মাসুদ পথিক, যিনি এর আগেও কবিতা থেকে নির্মাণ করেছেন দুটি সিনেমা। এ সিনেমার গল্পের কেন্দ্রীয় একটি চরিত্র ‘সবিতা’। এ চরিত্রে রুনা খান

সাম্প্রতিক সময়ে ফিটনেসে পরিবর্তন আনার পর এ অভিনেতাকে বোল্ড লুকে দেখা যাচ্ছিল ফটোশুটে। তবে সিনেমায় পুরোপুরি গ্রামীণ সাজে দেখা যাবে তাকে।

গত জুলাই থেকেই সিনেমাটির শুটিং হচ্ছিল, শেষ হয়েছে সম্প্রতি। এতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘বক সিনেমার মূল দর্শন হচ্ছে প্রকৃতি ও জীবনের গল্প। একটি পরিবারের মধ্য দিয়ে প্রকৃতি ও জীবনের দর্শনের গল্প বলার চেষ্টা করছেন পরিচালক। পাশাপাশি তার জীবন দর্শনের চিত্রও উঠে এসেছে। সব মিলিয়েই আসলে বক আমাদের প্রকৃতি ও জীবনের গল্পই বলার চেষ্টা করবে।’  

রুনা খান জানান, জীবনে প্রথম তিনি মেঘনা নদীর পারে লালপুর চানপুর চরে শুটিং করেছেন। পুরো ইউনিটের সবাই অনেক কষ্ট করছেন। কখনো রোদ আবার কখনো বৃষ্টির মধ্যে ছবিটির শুটিং করছেন তাঁরা।

নাটক আর ওয়েব সিরিজের পাশাপাশি রুনা খান এখন চলচ্চিত্রেও কাজ করছেন। তাঁর অভিনীত একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। এসব ছবির মধ্যে আছে কৌশিক শংকর দাসের ‘দাফন’, তৌফিক এলাহীর ‘নীলপদ্ম’ এবং রুবেল আনুশের ‘উধাও’।


Leave a reply