Select Page

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ

বঙ্গবন্ধুর চরিত্রে শুভ

‘আই অ্যাম দাই ফাদার’ নামের একটি মঞ্চ নাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। তবে শুভর এই অভিনয় সরাসরি দেখতে পাবেন শুধু অস্ট্রেলিয়ার সিডনির দর্শকেরা। সেখানে আজ ‘বঙ্গবন্ধু কাউন্সিল’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে পথ প্রোডাকশন এ নাটক মঞ্চায়ন করবে।

সিডনির এএনজেড স্টেডিয়ামে আজ প্রায় সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে নাটকটির মঞ্চায়ন

এই নাটকে আরও থাকছে কিউবার ফিদেল কাস্ত্রো, ভারতের মহাত্মা গান্ধী ও যুক্তরাষ্ট্রের আব্রাহাম লিংকনের চরিত্র। চার নেতার কথোপকথনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এ নাটকে তুলে ধরা হবে।

আই অ্যাম দাই ফাদার (I am thy father) নির্দেশনা দিয়েছেন নাহিদ রূপসা ও হাফিজ সাদউল্লাহ। এতে আরও অভিনয় করেছেন হাফিজ সাদউল্লাহ, শাওন অরিজিৎ ও সানি। পথ প্রোডাকশন তাদের ফেসবুক পেজে শুভ অভিনীত এই নাটকটি সেদিন সরাসরি প্রচারও করবে।

অারো পড়ুন:   ছুয়ে দিলে মন (২০১৫)

Leave a reply

সাপ্তাহিক জরিপ

ঈদে কতগুলো ছবি মুক্তি দেয়া উচিত?
সর্বোচ্চ পাঁচটি
পাঁচটির বেশি
Poll Maker

অনুসরন করুন

Pin It on Pinterest

Shares
Share This