Select Page

বঙ্গবন্ধুর বায়োপিকের নাম ‘মুজিব’

বঙ্গবন্ধুর বায়োপিকের নাম ‘মুজিব’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দুই বছর আগে শুরু হয় ‘বঙ্গবন্ধু’-র শুটিং। এখন জানা গেল, বায়োপিকটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মুজিব- একটি জাতির রূপকার’।

বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে ছবিটির নাম পরিবর্তনের কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডি এমডি নুজহাত ইয়াসমিনসহ এর অনান্য কলাকুশলীরা।

অনুষ্ঠানের বঙ্গবন্ধুর বায়োপিকের পোস্টারও প্রকাশ করা হয়।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে।

বঙ্গবন্ধুর এই বায়োপিকে তার সময়ের গুরুত্বপূর্ণ সব চরিত্রই থাকছে। এর মধ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন— তৌকির আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), রাইসুল ইসলাম আসাদ (মওলানা ভাসানী), সাবিলা নূর (শেখ রেহানা), সিয়াম আহমেদ (শামসুল হক), খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), চঞ্চল চৌধুরী (তরুণ লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রিয়াজ আহমেদ (তাজউদ্দিন আহমেদ), তুষার খান (মানিক মিয়া), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরিসহ (এম মনসুর আলী) অন্যরা।


মন্তব্য করুন