Select Page

বছরের দ্বিতীয় দিনে প্রথম ছবি গেইম

বছরের দ্বিতীয় দিনে প্রথম ছবি গেইম

10882342_597991420347696_944915161046988805_n

দেশজুড়ে শুক্রবার মুক্তি পাচ্ছে রয়েল অনিক পরিচালিত ‘গেইম। এটি পরিচালকদ্বয়ের প্রথম চলচ্চিত্র। নিরবঅমৃতা অভিনীত চলচ্চিত্রটির কাজ বেশ আগে শেষ হয়।

গেইমের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটছে নৃত্যশিল্পী ও মডেল অমৃতা খানের। এ ছাড়া প্রথমবারের মতো দেখা যাবে প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লবকে। তিনি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন।

এমটি মিডিয়া অ্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিতে আরও অভিনয় করেছেন ইরফান খান, মুকিত জাকারিয়া, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, রুমাসহ অনেকে।

 


মন্তব্য করুন