Select Page

বছরে ১০-১২টি হিন্দি ছবি মুক্তিতে আপত্তি নেই তথ্যমন্ত্রীর

বছরে ১০-১২টি হিন্দি ছবি মুক্তিতে আপত্তি নেই তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানালেন, দেশের প্রেক্ষাগৃহে বছরে ১০-১২টা হিন্দি ছবি প্রদর্শনীতে তার আপত্তি নেই। আজ শুক্রবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধনের সময় এ বিষয়ে মন্তব্য করেন তিনি। খবর ও ছবি বাংলা ট্রিবিউন।

মন্ত্রী বলেন, ‘বছরে ১০-১২টা হিন্দি ছবি আসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি নেই। তবে দেশের সিনেমা সংশ্লিষ্ট সব মানুষ ও সংগঠনকে একমত হতে হবে। না হলে কিছুই সম্ভব হবে না।’

এই সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেলকে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘‘রুহেলকে ধন্যবাদ জানাই, সে শুধু সিনেমা হল বানায়নি, সিনেমাও বানিয়েছে। তার প্রযোজিত ‘ন ডরাই’ আমি দেখেছিলাম। মুগ্ধ হয়েছি। আমি আশা করি, রুহেলের হাত ধরে চট্টগ্রাম ও সারাদেশে আরও অনেক সিনেমা হল চালু হবে। কদিন আগে কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্য এক কিলোমিটার দীর্ঘ লাইন হয়েছে। আমি অবাক হয়েছি। ফলে আমাদের সিনেমা শিল্প কিন্তু থেমে নেই। এগিয়ে চলছে। এই অগ্রগতি ধরে রাখতে হবে আমাদের।’’

ঢাকায় ১৮ বছরে পাঁচটি আউটলেট স্থাপনের চট্টগ্রাম আউটলেটের মাধ্যমে প্রথমবার ঢাকার বাইরে নিজেদের শাখা চালু করলো সিনেপ্লেক্স। এটি বাণিজ্য নগরীর চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে অবস্থিত সুপরিসর এই মাল্টিপ্লেক্সের রয়েছে তিনটি হল। যার আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)টি।

শুক্রবার সন্ধ্যার জমকালো উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মনি।


মন্তব্য করুন