Select Page

বছর শুরু বিসর্জনের ব্যর্থতায়, অনিশ্চিত বিজয়া

বছর শুরু বিসর্জনের ব্যর্থতায়, অনিশ্চিত বিজয়া

# বছরের শুরুতে কাজ করেনি ‘দেবী’ জ্বর। পুরোটাই ব্যর্থ জয়া আহসানের পুরনো সিনেমা ‘বিসর্জন’
# সে কারণে নতুন হিসেব কষছেন আমদানিকারক। মুক্তি পেতে নাও পারে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বিজয়া’
# মাস শেষে মুক্তি পাচ্ছে ভারতীয় তারকা নির্ভর জাজের সিনেমা ‘প্রেম আমার ২’

জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ দিয়ে নতুন বছরে ওপেন হয়েছিল ঢালিউড বক্সঅফিস। কিন্তু পুরোটাই ব্যর্থ। একে তো দুই বছর আগের পুরনো ছবি, তার উপর ঢাকা-কলকাতার দর্শকের ভিন্নতা জানা সত্ত্বেও জয়ার ‘দেবী’ জ্বরের উপর ভরসা রেখেছিলেন পরিবেশক।

তার ফল ভালো না হওয়ায় পূর্ব ঘোষণা মতে ‘বিসর্জনের’ সিক্যুয়াল ‘বিজয়া’ বাংলাদেশে মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও নতুন ছবিটি বছরের প্রথম শুক্রবারে মুক্তি পেয়ে ভারতে ভালোই চলছে। পেয়েছে ইতিবাচক রিভিউও। আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ ও মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, জানুয়ারির শেষ সপ্তাহে ‘বিসর্জন’-এর সিক্যুয়াল ‘বিজয়া’ বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়েছে।

তিনি বলেন, “একমাত্র সিনেপ্লেক্স ছাড়া আর কোথাও দর্শক টানতে পারেনি ‘বিসর্জন’। আমাদের যে প্রত্যাশা ছিল তা পূরণ হলো না। দ্বিতীয় সপ্তাহে এসে শুধু স্টার সিনেপ্লেক্স ও চট্টগ্রাম সিলভার সিনেপ্লেক্স ছাড়া আর কোথাও ছবিটি চালাতে পারিনি।”

‘বিজয়া’র জন্য ভারতীয় নির্মাতা বেশি টাকা দাবি করছেও বলেন তিনি। তার ভাষ্যে, “সে জন্য ‘বিজয়া’ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। কারণ পরিচালক ছবিটির জন্য যে টাকা দাবি করেছেন, তা বাংলাদেশ থেকে তোলা সম্ভব হবে বলে মনে     হয় না।”

এ ছাড়া মুক্তির সম্ভাবনা আছেন ভারতীয় তারকা নির্ভর জাজের সিনেমা ‌‘প্রেম আমার ২’।


মন্তব্য করুন