Select Page

বছর শেষে ফেরেননি, শুরুতেও আলোচনায়

বছর শেষে ফেরেননি, শুরুতেও আলোচনায়

অপু বিশ্বাস অন্তরালে যাওয়ার এক বছর হতে চলল। দীর্ঘ এ সময়ে শেষ নেই গুজবেরও। ২০১৬ সালের মাঝামাঝিতে শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলে গুজব ওঠে। তারপর অপু বিশ্বাস কলকাতায় নয় ঢাকাতেই আছেন বলে দাবি করেন অনেকেই। এর বাইরে ‘আজ অপু বিশ্বাসের বিয়ে’ এমন খবরও দর্শকদের চোখ এড়ায়নি। সব শেষে অপু শিলিগুড়ি আছেন বলেও খবর প্রকাশিত হয়। নভেম্বর-ডিসেম্বরে দেশে ফেরার গুজব শোনা গেলেও তার সত্যতা মেলেনি।

যুগান্তর জানায়, এবার নতুন করে উঠেছে অপু বিশ্বাসের দেশে ফেরার গুঞ্জন। মার্চেই নাকি দেশে ফিরবেন এ নায়িকা। এমন খবর ভেসে বেড়াচ্ছে চিত্রপাড়ায়।

সম্প্রতি অপু বিশ্বাসের এক মেকআপম্যানের বরাতে উঠে এসেছে নতুন খবর। নাম প্রকাশে অনিচ্ছুক এ মেকআপম্যান নিজেকে অপুর পছন্দের মেকআপম্যান বলে দাবি করে জানিয়েছেন- আগামী মার্চেই নাকি দেশে ফেরার কথা রয়েছে তার।

ফিরে এপ্রিল থেকে আবারও ছবিতে অভিনয় করবেন। এবারের প্রত্যাবর্তনেও নাকি চমক দেখাবেন অপু। আগের চেয়ে স্লিম ফিগার ও আবেদনময়ী হয়েই ফিরছেন। এ কথার ওপর ভর করেই অপু ফেরার গুঞ্জন নতুন দিকে মোড় নিচ্ছে।

এদিকে অপু বিশ্বাসের অভাবে বেশ ক’জন নির্মাতা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও জানা গেছে। দীর্ঘদিন অপেক্ষার পর তারা নতুন নায়িকা নিয়ে তাদের ছবির শুটিং শুরু করেছেন। কেউ কেউ অপুর কণ্ঠ অন্যকে দিয়ে ডাবিং করিয়েই ছবি মুক্তি দেয়ার চেষ্টা করছেন।


মন্তব্য করুন