Select Page

বন্ধ হলো নরসিংদীর ঝংকার

বন্ধ হলো নরসিংদীর ঝংকার

নরসিংদীর আরেকটি সিনেমা হল ঝংকারও বন্ধ হয়ে গেল। উদ্বেগ প্রকাশ করে এ তথ্য জানান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

বাংলাদেশ প্রতিদিনকে উজ্জ্বল জানান, বর্তমান মালিক ছবি ও দর্শকের অভাবে লোকসান গুনে এটি বন্ধ করে দিয়েছেন। এখন এখানে বহুতল মার্কেট স্থাপন করা হতে পারে।

আরও জানান, নরসিংদীতে দুই দশকে বিলুপ্ত হয়েছে ১২টির অধিক সিনেমা হল। একসময় নরসিংদীর ছয় উপজেলায় ১৮টি সিনেমা হল গড়ে ওঠলেও এখন টিকে আছে মাত্র চারটি। রায়পুরার হাসনাবাদের ছন্দা, মাধবদীর মমতা এবং ঘোড়াশালের  সোহাগ, চালাকচরের রুনা। টিকে থাকা এই সিনেমাহলগুলোও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

সবশেষ গত ঈদে ঝংকারে প্রদর্শিত হয় ‘গলুই’ ছবিটি।


মন্তব্য করুন