Select Page

ববির হাত ধরে কলকাতার আবীর ঢাকায়

ববির হাত ধরে কলকাতার আবীর ঢাকায়

unnamed

ঢালিউডে অভিষেক হচ্ছে আরেক ভারতীয় নায়কের। ববির সঙ্গে পর পর দুটি সিনেমায় অভিনয় করবেন কলকাতার আবীর চ্যাটার্জি। এর একটি যৌথ প্রযোজনার, অন্যটি শুধু কলকাতায় মুক্তি পাবে।

টালিগঞ্জের ছবি ‘রংবেরং’ এ বেশ আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন ববি। ১ এপ্রিল ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে শুটিং করতে ইতালি যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই ইন্দ্রনীলের স্থলাভিষিক্ত হলেন আবীর চ্যাটার্জি। সিনেমাটির পরিচালক বিক্রম চোপড়া।

এ ছাড়া একই পরিচালকের  সাথে যৌথভাবে ইফতেখার চৌধুরী নির্মিত নতুন আরেকটি ছবিতেও অভিনয় করবেন ববি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিতেও নায়ক আবীর।

১৫ সেপ্টেম্বর ইতালির মালটায় দুটি ছবিরই শুটিং হবে বলে জানান ববি।

কালের কণ্ঠকে ‘এ্যাকশন জেসমিন’ তারকা বলেন, “প্রথম ছবি ‘রংবেরং’ কলকাতার ছবি হলেও দ্বিতীয়টি বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিত হবে। বাংলাদেশ থেকে পরিচালক হিসেবে থাকছেন ইফতেখার চৌধুরী। আবীর যে ধরনের ছবি করে অভ্যস্ত, নতুন গল্পটি সে রকমই। খানিকটা কমার্শিয়াল আর্ট ঘরানার এই ছবিতে আমাকেও নতুনভাবে উপস্থাপন করতে চান পরিচালক।’

 


মন্তব্য করুন