Select Page

বর্ষার জীবন কাহিনী

বর্ষার জীবন কাহিনী

63035_e3মফস্বলের মেয়ে বর্ষা ঢাকায় এসে পিছু নেয় একজন বিত্তশালীর, তাকে মিডিয়ায় সুযোগ করে দিতে হবে। সুযোগও দেয়া হয়। এরপর আসে খ্যাতি প্রেম-ভালোবাসা। কিন্তু হঠাৎ মেয়েটি অন্য এক ছেলের প্রেমে পড়ে যায়।

এই গল্প ‘নিঃস্বার্থ ভালোবাসার’। মডেলিং, অভিনয়সহ মিডিয়ার অন্য সেক্টরে কাজ করতে আসা মেয়েদের সঙ্গে সমাজের কিছু মুখোশধারী ভণ্ড মানুষের কর্মকাণ্ডের গল্প। সেই সঙ্গে লোভ বিষয়টিও তুলে ধরা হয়েছে ছবিতে।

ছবিটি সামনের ঈদে মুক্তি পাচ্ছে।

মনসুন ফিল্মস‘র ব্যানারে ছবিটি প্রযোজনা ও পরিচালনা করেছেন এম এ জলিল অনন্ত। অনন্তের সাথে অভিনয় করেছেন বর্ষা।

বর্ষা জানান, তার সাথে এই গল্পের চরিত্রের মিল থাকলেও সম্পূর্ণ নয়, নাটকীয়তা আনার জন্য এতে অনেক কিছু যোগ করা হয়েছে।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন