Select Page

‘বসগিরি’র শুটিংয়ে বিপত্তি, রনির অস্বীকার

‘বসগিরি’র শুটিংয়ে বিপত্তি, রনির অস্বীকার

shakib-bossgiri

১৩ জুন শামীম আহমেদ রনির ছবি ‘বসগিরি’র শুটিং বন্ধ করে দেয় সহকারী পরিচালক সমিতির সংগঠন ‘সিডাব’। পরে সমঝোতার ভিত্তিতে শুটিং শুরু হয়।

দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী, ছবি নির্মাণ করতে হলে সিডাব থেকে একজন করে সহকারী পরিচালক নিতে হয়। তবে এই ছবির ক্ষেত্রে সে নিয়ম মানা হয়নি। আর এ কারণে সিডাবের পক্ষ থেকে দুপুরবেলা স্পটে গিয়ে শুটিং বন্ধ করতে বলা হয় পরিচালককে।

সন্ধ্যায় সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পরিচালক রনি। সিডাবের শর্ত মানার পর মঙ্গলবার আবার শুটিং শুরু হয়। এই এক দিনে প্রযোজকের ক্ষতি হলো প্রায় দেড় লাখ টাকা!

এদিকে, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ঘটনাটি অস্বীকার করে নির্মাতা রনি ফেসবুকে লেখেন, ‘শুটিং নাকি অফ ছিল? কী হাস্যকর নিউজ…. কখন অফ ছিল ?!!! …. এতো বিনোদন তারা কিভাবে দেয়? লল … সুপার লল …।’

‘বসগিরি’তে অভিনয় করছেন শাকিব খান ও নবাগত শবনম বুবলি। ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

মাস খানেক আগে ভারতের ‘শিকারী’র শুটিংয়ের সময় একই ধরনের বাঁধার মুখে পড়েন শাকিব। ওই সময় ঝামেলা হয় স্থানীয় টেকনিশিয়ানদের একটি সংগঠনের সঙ্গে। বন্ধ ছিল একদিনের শুটিং।


মন্তব্য করুন