Select Page

‘বস টু’ ও যৌথ প্রযোজনা বিতর্ক— কী বললেন জিৎ

‘বস টু’ ও যৌথ প্রযোজনা বিতর্ক— কী বললেন জিৎ

ফের বাংলাদেশের বড় পর্দায় ঈদে আসছেন জিৎ। যদিও যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির আপত্তির মুখে পড়েছে ‘বস টু’। তবে তথ্য মন্ত্রণালয়ের পুনরায় রিভিউর নির্দেশনা ও আব্দুল আজিজের ‘ঈদে বস টু মুক্তি না পেলে কোনো সিনেমা মুক্তি পাবে না’— থেকে বোঝা যায় ব্যাপারটা কোথায় গড়িয়েছে! একই সময়ে সিনেমাটির প্রচারণায় ঢাকায় জিৎ। কী বলছেন এ নায়ক? বাংলাদেশ প্রতিদিনের সৌজন্যে তার সাক্ষাৎকারের অংশবিশেষ—

বস টু নিয়ে কিছু শুনতে চাই

সহজ কথায় ‘বস টু’ পছন্দ করার মতো একটি ছবি। ছবিটি ‘বস’ এর সিক্যুয়েল। ‘বস’ যদি হিমালয় ছুঁয়ে থাকে ‘বস টু’ আকাশ পাড়ি দেবে।   শতভাগ পারফেক্ট একটি ছবি হিসেবে ঈদে সবার দরজায় কড়া নাড়বে ‘বস টু’। ভালো লাগাবে আর ভালোবাসায় ভাসাবে…।

বস টু যৌথ প্রযোজনার নিয়ম মানেনি, এখানে সেন্সর বোর্ডের এমন অভিযোগের খড়গে পড়েছে ছবিটি, কী বলবেন?

দেখুন, এই ছবির আমিও একজন প্রযোজক। আবদুল আজিজ আর আমি যৌথ আয়োজনের সব নিয়ম-কানুন মেনে কাজ করেছি। এখন সমস্যাটা কোথায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দেখবেন। এ ক্ষেত্রে আমার বলার কিছু নেই।

যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় গড়ছে, বিষয়টি কিভাবে দেখছেন?

হুম, না, এটি কেন হবে। সবকিছু নিয়মের মধ্যে চলবে এটিই স্বাভাবিক। একটি কথা আমি বিশ্বাস করি, তা হলো ব্যবসায়িক সফলতার প্রধান শর্ত সততা। সততা ছাড়া শুধু ব্যবসা কেন, কোনো কিছুই টিকতে পারে না। প্রয়োজনে যৌথ প্রযোজনার নিয়মনীতি নিয়ে নতুন করে আলোচনা করা যেতে পারে। এতে কোনো গ্যাপ থাকলে তাতে আপডেট আনা যায়। এটি করলে আর কোনো অভিযোগ থাকতে পারে না।

বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় আসার বিষয়টি আপনাকে কিভাবে ভাবাল?

যখন ‘বাদশা’ ছবিটি করি তখনই ভেবেছিলাম পজেটিভ রেজাল্ট আসলে নিজেই যৌথ প্রযোজনার উদ্যোগ নেব। তাছাড়া জাজ মাল্টিমিডিয়ার মতো একটি বিশ্বমানের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার লোভটা ‘বাদশা’র কাজ শুরুর সময় থেকেই ছিল। জাজের চেয়ারম্যান আবদুল আজিজ ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা সম্পর্কে ভালো ধারণা রাখেন। তার কাজ বেশ গোছানো। তার সঙ্গে কাজ করলে আরও কাজ করার লোভটা জেঁকে ধরে।

দুই দেশের মধ্যে ছবি আদান-প্রদান কতটা গুরুত্ব রাখবে?

এটি ভালো উদ্যোগ। এতে দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও জোরালো হবে। যদি একসঙ্গে দুই বাংলায় ছবি মুক্তি দেওয়া যায় তাহলে সুফলটা দ্রুত ও শতভাগ আসবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares