Select Page

বাঁধনই জাজের নতুন নায়িকা

বাঁধনই জাজের নতুন নায়িকা

প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ মুক্তির আগেই পরেরটির ঘোষণা দেন রায়হান রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান সেই জাজ মাল্টিমিডিয়া, আর অভিনয়েও সিয়াম-পূজা। তবে চমক হিসেবে আছেন আরেক নায়িকা। তা নিয়েই মাসখানেক সময় ধরে রহস্য জিইয়ে রেখেছিল জাজ। তবে অনেকেই ধারণা করেছিলেন ‘দহন’ নামের সিনেমাটির নায়িকা হতে যাচ্ছে আজমেরী হক বাঁধন। তা-ই হলো।

সোমবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত আয়োজনে জাজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ‘দহন’ ছবির নায়িকা বাঁধনের নাম।

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমরা ‘দহন’ ছবিটির জন্য একজন অভিনেত্রীকে চাইছিলাম যিনি চলচ্চিত্রে নতুন কিন্তু শোবিজে পরিচিত। সেই ভাবনায় বাঁধনকেই সবদিক থেকে পারফেক্ট মনে হয়েছে। বাঁধনকে অভিনন্দন।’

অভিনেত্রী বাঁধন তাকে নায়িকা হিসেবে নির্বাচিত করায় উচ্ছ্বসিত কণ্ঠে ধন্যবাদ জানান জাজ মাল্টিমিডিয়াকে। তিনি বলেন, ‘আমি ‘দহন’ ছবিটির গল্প শুনেই মুগ্ধ হয়েছি। এখানে আমার চরিত্রটিও অসাধারণ। চ্যালেঞ্জিং মনে হয়েছে। সেজন্যই কাজটি করতে রাজি হয়েছি। আশা করছি দারুণ অভিজ্ঞতা দেবে ‘দহন’।’

সিয়ামের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিয়াম এখনকার সময়ের হার্টথ্রুব। ভালো অভিনয় করে। তবে ওর সঙ্গে আমার জেনারেশনের একটু পার্থক্য রয়েছে। তাই নায়ক হিসেবে সিয়ামকে পাওয়াটাও একটা চ্যালেঞ্জ। আমি চেষ্টা করবো নিজের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা ঢেলে দিয়ে আমার উপর আস্থা রাখার প্রতিদান দিতে।’

সবার শুভকামনা চেয়ে বাঁধন বলেন, ‘“দহন” ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে। ছয় মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি।’

বাঁধন আরও বলেন, ‘ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। এর আগে আমি কখনো বাইসাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে।’

‘দহন’ একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি। পরিচালনা করবেন রায়হান রাফি। আগামী ১৫ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে।

ছবিটির চিত্রনাট্য করছেন দোলোয়ার হোসেন দিল।

‘দহন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, চিত্রনায়ক ওমর সানী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ও পরিবেশক ইফতেখার উদ্দিন নওশাদ। আরও ছিলেন এভ্রিল, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান প্রমুখ।


মন্তব্য করুন