Select Page

বাঁধনের প্রস্তুতি দেখা গেল ফারিয়ার মিউজিক লঞ্চে

বাঁধনের প্রস্তুতি দেখা গেল ফারিয়ার মিউজিক লঞ্চে

রাজধানীর একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার রাতে হয়ে গেল নায়িকা নুসরাত ফারিয়ার প্রথম মিউজিক ভিডিও’র লঞ্চ। ওই অনুষ্ঠানে অতিথি হয়ে সবাইকে চমকে দিলেন আজমেরী হক বাঁধন।

সম্প্রতি তার ফিটনেসের অদল-বদল সবার চোখে পড়েছে। বেশ কিছু ফটোশুটে নিজের গ্ল্যামারের ঝিলিকও দেখালেন। তার চাক্ষুষ প্রমাণ পাওয়া ওই অনুষ্ঠানে। কালো পোশাকে হাজির হয়ে মেজাজই পাল্টে দিলেন।

ফারিয়ার গান সম্পর্কে বলতে গিয়ে জানালেন ব্যক্তি জীবনের কথা। আরো জানালেন ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ। হ্যাঁ, সিনেমায় অভিনয় নিয়ে টু শব্দটিও করেননি।

গুঞ্জন উঠেছে জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী প্রজেক্ট রায়হান রাফি পরিচালিত ‘দহন’-এ সিয়াম ও পূজার সঙ্গে যোগ দিচ্ছেন বাঁধন। যদিও সরাসরি এ ব্যাপারে কিছু বলা থেকে বিরত আছেন তিনি।

একই অনুষ্ঠানে হাজির ছিলেন জাজের কর্ণধার আব্দুল আজিজ। অনুষ্ঠানের শুরুতেই হাজির হন তারা। কিন্তু তাদের খুব একটা আলাপ করতে দেখা যায়নি। সম্ভবত ‘দহন’ নিয়েই সবার সামনে এ লুকোচুরি।

পরে অবশ্য তাদের এক ফ্রেমেও পাওয়া যায়। আজিজের সেলফিতেও ছিলেন তিনি।

সেই ছবি অনলাইনে প্রকাশ হতেই বাঁধনের বোল্ড অবতার নিয়ে নেটিজনরা নানা ধরনের মন্তব্য করছেন। তারা বলা শুরু করেছেন, জাজের সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত সুন্দরী প্রতিযোগিতা থেকে ওঠে আসা নায়িকা।


মন্তব্য করুন