Select Page

বাঁধন-ইমন-রুহী

বাঁধন-ইমন-রুহী

সংসারজীবনে বিচ্ছেদ ও স্বামীর সঙ্গে সন্তানের অধিকার নিয়ে লড়তে গিয়ে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। তিন মাসের বিরতি ভেঙ্গে তিনি ফিরলেন অভিনয়ে। সৈয়দ ইকবালের রচনায় ও কাজী সাইফ আহমেদের পরিচালনায় নাটকটির নাম ‘অদ্ভুত মায়াজাল’। নাটকে ইমনের সঙ্গে জুটি বেঁধেছেন বাঁধন।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, “তিনমাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। নাটকের গল্পটা দারুণ।” নতুন নাটক নিয়ে উচ্ছ্বসিত ইমন বলেন, “আসলে গল্প পছন্দ না হলে সেই নাটকে অভিনয় করা হয় না। এদিক থেকে ‘অদ্ভুত মায়াজাল’ একটি অন্যরকম গল্প। নাটকের শেষে অন্যরকম একটা চমক রয়েছে।”

‘অদ্ভুত মায়াজাল’ নাটকটিতে রহস্যময় একটি চরিত্রে অভিনয় করেছেন মডেল ও নৃত্যশিল্পী রুহী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি মূলত নৃত্যশিল্পী হলেও মডেলিং এবং অভিনয় করি। তবে সেটা অবশ্যই বেঁছে বেঁছে। আমার চরিত্র এবং গল্প পছন্দ না হলে কাজ করি না। ‘অদ্ভুত মায়াজাল’ এর গল্পটি বেশ আলাদা এবং আমার চরিত্রটি অসাধারণ। মজা পেয়েছি কাজটি করে।”

খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি ।


মন্তব্য করুন