Select Page

বাংলাদেশি নায়ক কই? (টিজার)

বাংলাদেশি নায়ক কই? (টিজার)

prem-ki-bujini

প্রকাশ হলে ‘প্রেম কি বুঝিনি’ চলচ্চিত্রের টিজার। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়া।

এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে মঙ্গলবার প্রকাশ হয় ১ মিনিটের টিজার। সেখানে ভারতীয় তারকাদের পাওয়া গেলেও পাওয়া যায়নি বাংলাদেশের কাউকে।

শোনা গিয়েছিল বাংলাদেশের একজন নায়ক থাকবেন ‘প্রেম কি বুঝিনি’তে। পুরো টিজার ছিল ওমশুভশ্রীময়। তবে টিজারে যৌথ প্রযোজনা বিষয়টি উল্লেখ আছে।

‌মাসখানেক আগে ‘প্রেম কি বুঝিনি’র জন্য অনলাইনে নায়ক চেয়ে ঘোষণা দেয় জাজ। পরে জানানো হয় নায়ক মিলেছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

টিজারে কয়েক সেকেন্ডের জন্য শুভশ্রীকে এক তরুণের সঙ্গে দেখা যায়। তিনি সেই নায়ক কিনা জানা যায়নি।

সিনেমাটি পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার। আরো অভিনয় করেছেন সুপ্রিয়া দত্ত, শুভাশীষ মুখার্জী, আলোকানন্দ রায় ও অনিন্দ্য সরকার।


মন্তব্য করুন