Select Page

বাংলাদেশের সব ছবি মুক্তি পাবে এই ঈদে?

বাংলাদেশের সব ছবি মুক্তি পাবে এই ঈদে?

রমজান যতই ফুরিয়ে আসছে ঈদুল ফিতরের ছবির সংখ্যা তত বাড়ছে। প্রায় ৮-১০ সিনেমার ঘোষণা এসে গেছে। সাকুল্যে ১০০টি হলে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি দেয়া সেটা একটি বিষয়। তবে ‘ফাঁকা আওয়াজ’ নিয়ে নির্মাতাদের সতর্ক হওয়া উচিত। এতে দিন শেষে তাদের পিছিয়ে যাওয়া ছবিরই ক্ষতি।

এ নিয়ে এক লাইন প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক সৈকত নাসির। ফেসবুকে তিনি লেখেন, ‘আমরা বাংলাদেশের যতো সিনেমা আছে সব এই ঈদেই রিলিজ দিবো।’

সৈকত নাসির ঠাট্টা করলেও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কয়েক দিনের মধ্যে আরো কিছু ঘোষণা চলেও আসতে পারে। এই নির্মাতার ‘পাপ’ মুক্তি পাচ্ছে ঈদে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় একইসঙ্গে নাদের চৌধুরীর ‘জ্বীন’ মুক্তির ঘোষণাও দিয়েছে। সম্ভবত নিজেদের সার্ভার ব্যবসার একটা সুবিধা নিতে চাইছেন আব্দুল আজিজ। এ জন্য ঈদে কারো জন্য জায়গা ছাড়তে তিনি নারাজ।

এদিক আরেক নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক প্রশ্ন তুলেছেন, ‘আর কি কি মুভি রিলিজ হবে এবারের ঈদে?’ হ্যাঁ, সেটা একটা প্রশ্ন বটে।

এদিকে গতকাল ১০ এপ্রিল চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির কর্মকর্তা সৌমেন বাবু জানান, চারটি ছবি ঈদে মুক্তির জন্য আবেদন করেছে। লিডার আমিই বাংলাদেশ, প্রেম-প্রীতির বন্ধন, বাংলার হারকিউলিস ও ময়নার শেষ কথা। এর মধ্যে লিডার আমিই বাংলাদেশ এবং প্রেম-প্রীতির বন্ধন ছবি দুটিকে সমিতি মুক্তির জন্য অনুমতি দিয়েছে। বাকি দুটি এফডিসির পাওনা পরিশোধ না করায় অনুমতি দেওয়া হয়নি।

‘জ্বীন’ ও ‘পাপ’ অনেক আগেই সেন্সর ছাড়পত্র পেলেও এখন পর্যন্ত সমিতিতে অনুমতির জন্য আবেদন জমা দেয়নি। জাজের চেয়ারম্যান আবদুল আজিজ বলছেন, দুই-একদিনের মধ্যে আবেদন জমা দেওয়া হবে। ইকবাল নির্মিত ও অনন্ত-বর্ষা অভিনীত ‘কিল হিম’ ছবিটি ঈদেই মুক্তি পাবে, এমন কথা আবারও জোর দিয়ে বলেছেন ইকবাল। যদিও ছবিটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

বন্ধন বিশ্বাস পরিচালিত অপু বিশ্বাস প্রযোজিত অপু-জয় অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি ঈদেই মুক্তি দেওয়া হবে এমনটা ঘোষণা দেওয়া হয়েছিল অনেক আগেই। তবে ছবিটি এখনো সেন্সর বোর্ডের দরজা পর্যন্ত পৌঁছায়নি।

এ ছাড়া আদম নামের একটি ছবি মুক্তির কথা শোনা গেলেও প্রযোজক সমিতিতে এখন পর্যন্ত কোনো আবেদন জমা পড়েনি। অন্যদিকে বাপ্পী অভিনীত ‘শত্রু’ ছবিটি ঈদে মুক্তির কথা থাকলেও সমিতিতে এখন পর্যন্ত নেই এর কোনো আবেদন। হিরো আলম তার ‌‘টোকাই’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে।


মন্তব্য করুন