Select Page

বাংলাদেশ-ভারতে উড়বে ‘শঙ্খচিল’

বাংলাদেশ-ভারতে উড়বে ‘শঙ্খচিল’

Shonkhochil joint venture film by goutam ghosh with prasenjit kushum shikder mamunur rashid (4)

পহেলা বৈশাখে বাংলাদেশ-ভারতে একযোগে মুক্তি পাবে গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘শঙ্খচিল’। এ উপলক্ষে বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা মামুনুর রশীদ ও ছবিতে ব্যবহৃত নজরুলসংগীতের শিল্পী ফেরদৌস আরা প্রমুখ।

গৌতম ঘোষ বলেন, “পাঁচ বছর আগে ‘মনের মানুষ’ তৈরি করেছিলাম। এর আগে করেছিলাম ‘পদ্মা নদীর মাঝি’। দুটি ছবিতেই দারুণ সাড়া পেয়েছিলাম। ‘শঙ্খচিল’ নিয়েও অনেক প্রত্যাশা।”

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়কুসুম শিকদার। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের এন আইডিয়াজের প্রসেনজিত ও মৌ রায় চৌধুরী।

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন