Select Page

বাকরুদ্ধ করবে দিলারা জামানের অভিনয় (ভিডিও)

বাকরুদ্ধ করবে দিলারা জামানের অভিনয় (ভিডিও)


মা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রযত্নে’। এতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। ৮ মে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি প্রকাশ করা হয়। যা দেখে আবেগে আপ্লুত হবেন দর্শক। অনেক হিসেব মেলাতে গিয়েও হয়তো পারবেন না।

তরুণ নির্মাতা সাদাত হোসাইনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছে অ্যাশ প্রডাকশন। প্রযোজনা করেছে বাংলাঢোল।

৯ মিনিট ৩৭ সেকেন্ডের চলচ্চিত্রটিতে দিলারা জামান একাই অভিনয় করেছেন। নিঃসঙ্গ এক বৃদ্ধার চরিত্রে দেখা যায় তাকে। যেখানে তিনি একা একাই কথা বলেন। পরিবারের সদস্যদের ডাকেন। কিন্তু কেউ সাড়া দেন না। এছাড়া স্বামীর ভালোবাসার কথা তিনি ডায়েরিতে লিখতেন। নাতিকে সে ডায়েরি দেখাবেন বলে হেঁটে হেঁটে স্টোর রুমে যান। সেখানে গিয়ে তার মনে পড়ে- তার ঠিকানা এখন কোথায়!


Leave a reply