Select Page

বাকি থাকছেন না দেব!

বাকি থাকছেন না দেব!

প্রসেনজিৎ, জিৎ, সোহম, অঙ্কুশ, পরমব্রতর পর বাংলাদেশের ছবিতে এবার দেখা যাবে কলকাতার জনপ্রিয় নায়ক ও রাজনীতিবিদ দেবকে। ছবিটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করবে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেনচার প্রাইভেট লিমিটেড। 

ছবিটির নাম কিংবা নায়িকা কে হবেন তা এখনো ঠিক হয়নি। পরিচালনা করবেন কলকাতার ‘চাঁদের পাহাড়’-খ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, দেবের সঙ্গে কয়েক দফা মিটিং হয়েছে। ডিসেম্বরে বড়দিনকে টার্গেট করে একটি যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। দেবের সঙ্গে ছবি নিয়ে চূড়ান্ত কথাবার্তা চলছে। নায়িকাসহ অন্যান্য কলাকুশলী ঠিক হলেই সবাইকে জানাতে চাই।

ঈদে কলকাতায় দেব অভিনীত ‘চ্যাম্প’ নামে একটি ছবি মুক্তি পাবে। বাংলাদেশে ছবিটির পরিবেশক হিসেবে থাকছে জাজ মাল্টিমিডিয়া।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


মন্তব্য করুন