Select Page

প্রিভিউ : আসছে ‘বাদশা দ্য ডন’

jeet-badshaবিগ বাজেটের মুভি মানেই ঈদের মুভি, আর সেখানে যদি যুক্ত হয় যৌথ প্রযোজনা তাহলে তো কথাই নেই। অনেকটা তেলো মাথায় তেল দেওয়ার মত। এবারের ঈদের সব থেকে বড় বাজেটের ছবি হলো ‘বাদশা দ্য ডন‘। এই মুভির এতো বিশাল বাজেটের অন্যতম কারণ হল কলকাতার অন্যতম সুপারস্টার এই প্রথম যৌথ প্রযোজনার মুভিতে কাজ করছেন। দুই বাংলায় একত্রে ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে ‘বাদশা দ্য ডন’।

সম্পূর্ণ অ্যাকশন কমেডি ধাঁচের মুভির কাহিনী গড়ে উঠেছে একটি ছোট ছেলের ছোটবেলার স্বপ্নকে কেন্দ্র করে। ছোট থেকেই তার ইচ্ছা সে বড় হয়ে ডন হবে। তাই কথা-বার্তা চাল চলন সব কিছুতেই ছোট থেকে ডনের মত করে। ধীরে ধীরে বড় হয় সে, তার উদ্দেশ্য একটিই ডন হবার। পারবে কি সে সব থেকে বড় ডন হয়ে উঠতে? তা জানতে চাইলে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত। নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ

মুভির কিছু কিছু দৃশ্য দুইবার ধারণ করা হয়েছে। কিছু দৃশ্য শুধুমাত্র বাংলাদেশের জন্য আবার কিছু দৃশ্য শুধু মাত্র কলকাতার জন্য। যেমন বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রিন্টে দেখা যাবে জিৎ মান্না’র ভক্ত আবার কলকাতায় দেখা যাবে তিনি অমিতাভ বচ্চনের ভক্ত। মুভির নায়িকা হিসেবে আছেন জাজ মাল্টিমিডিয়ার অন্যতম নায়িকা গ্লামার গার্ল নুসরাত ফারিয়া মাজহার। ইতোমধ্যে ‘বাদশা দ্য ডন‘র টিজার ও ট্রেলার প্রকাশ হয়েছে, যা দর্শকদের মনে ব্যপক উদ্দীপনার সঞ্চার করেছে। টিজার দেখে নিন :

দুটি গান রিলিজ পেয়েছে অনলাইনে। ‘প্রিয়া তোরে বিনা’ ও ‘ধ্যাত তেরি কি’ শিরোনামের দুটি গান বেশ সাড়া ফেলেছে। দুই গানে ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে জিৎ ও নুসরাত ফারিয়াকে। ‘প্রিয়া তোরে বিনা’ মেলোডিয়াস সফট গান। গানে সুর দিয়েছে সাদাব হাশমি। শুটিং হয়েছে লন্ডনে। ‘ধ্যাত তেরি কি’ স্ট্রিট বয়দের জন্য বেশ আদর্শ গান। কেউ নতুন প্রেমে পড়েছে কিন্তু সাড়া দিচ্ছে না, তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বেশ ভালো একটি গান।

ছবিটি কলকাতার নির্মাতা বাবা যাদব পরিচালিত ও এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত।  বাংলাদেশের দর্শকদের কাছে জিৎ একটি জনপ্রিয় নাম, সেদিক থেকে বাদশা বেশ এগিয়ে থাকলেও মুখোমুখি হতে হবে একই প্রযোজনা সংস্থার আরেকটি বিগ বাজেটের মুভি ‘শিকারী’র সাথে। যেখানে থাকবেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এখন দেখার বিষয় কে বেশি সাফল্য পাবে এই সেলুলয়েড পর্দার দৌড়ে।


মন্তব্য করুন