Select Page

বাপ্পির দুই সিনেমা

বাপ্পির দুই সিনেমা

unnamed

বর্তমান সময়ে আলোচিত নায়ক বাপ্পি সম্প্রতি দুটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

একটি হল সৈকত নাসির পরিচালিত ‘তালাশ— দ্য ক্রাইসিস’। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। এ ছবিতে আরও আছেন এবিএম সুমন ও বিপাশা কবির। এটি সৈকত নাসিরের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি দেশা—দ্য লিডার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।

আগামী ১ জুলাই থেকে ‘তালাশ’ এর শুটিং শুরু হবে।

অন্য ছবিটি হল ‘মিসকল’। এটি পরিচালনা করবেন সাফিউদ্দিন সাফি। এএইচআই মুভিজের ব্যানারে নির্মীয়মাণ এই ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করবেন নবাগত মুগ্ধতা।

সেপ্টেম্বরে ‘মিসকল’ এর কাজ শুরু হবে। পুরো ছবির কাজ বাংলাদেশে হলেও গানগুলোর শুটিং ভিয়েতনামে করার পরিকল্পনা করছেন পরিচালক।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares