Select Page

‘বিজলী’তে শাহরুখের লোকেশন!

‘বিজলী’তে শাহরুখের লোকেশন!

bizli-boby

বেশ আয়োজন করেই আইসল্যান্ডে শুটিং হচ্ছে ‘বিজলী’র গানের। তার কয়েকটি ছবি প্রকাশ হতেই চমকে উঠলেন দর্শক। এ তো শাহরুখ খান-কাজলের ‘গেরুয়া’ গানটির লোকেশন।

বাইরের সিনেমার কাহিনী ও অন্যান্য বিষয় নকল করাই এমনিতেই দুর্নাম আছে ঢালিউডের। তাই বলে এত দূরে গিয়ে লোকেশন! দর্শককে কি নতুন কিছু দেখানো যেতো না?

bijli-iftekar

অবশ্য সিনেমাটির পরিচালক ইফতেখার চৌধুরী ও নায়িকা ববি বললেন অন্য কথা।

প্রথম আলো জানায়, শাহরুখ খানের দারুণ ভক্ত ববি। তাই প্রথম প্রযোজক হয়ে  ভক্তের মতোই কাজটি করলেন। ‘বিজলী’র শুরু শুটিংও করলেন শাহরুখ খানের ‘ম্যায় হু না’ সিনেমার জন্য শুটিং করা দার্জিলিংয়ে সেন্ট পলসে। এবার গেলেন আইসল্যান্ডের ডায়মন্ড বিচে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া গানের শুটিং শেষ হয় গতকাল মঙ্গলবার।

bizli-boby1

এ প্রসঙ্গে ববি বলেন, ‘আমার প্রিয় নায়ক শাহরুখ খান। আগে থেকেই ইচ্ছা ছিল যদি কখনো নিজে ছবি বানাই, তাহলে শাহরুখ খানের অভিনীত ছবির লোকেশনে নিজেকে ফ্রেমবন্দী করব। সেই শখ পূরণ করলাম।’

bijli-iftekar3

ইফতেখার চৌধুরী বলেন, ‘দুটি গানের শুটিং করার কথা ছিল এখানে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে একটি গানের কাজ শেষ করতে পেরেছি। বাকি গানটি বাংলাদেশে করব।’

bijli-iftekar1

সুপারহিরোইন সিনেমাটিতে ববির বিপরীতে আছেন  কলকাতার মডেল ও অভিনেতা রণবীর।


মন্তব্য করুন