Select Page

বিজলীর গলায় সুপারম্যানের লকেট

বিজলীর গলায় সুপারম্যানের লকেট

bijli-costume

ছয় মাসের প্রস্তুতির ২৮ এপ্রিল দার্জিলিংয়ে শুরু হয়েছে ববি প্রযোজিত ও অভিনীত ‘বিজলী’র শুটিং। সুপারহিরোইন ধাঁচের এ সিনেমায় নায়িকাকে দেখা যাবে বিশেষ পোশাকে। আর তার গলায় ঝুলবে সুপারম্যানের লোগোতে তৈরি লকেট।

৩০ এপ্রিল ‘বিজলী’র পরিচালক ইফতেখার চৌধুরী ফেসবুকে পোশাক ও লোগোর ছবি শেয়ার করেন।

এ প্রসঙ্গে ববি মানবজমিনকে বলেন, ‍“যেহেতু সুপারম্যান গল্প দর্শকরা বিভিন্ন ছবিতে দেখেছেন। আর বাংলাদেশের প্রথম সুপারহিরো ছবিতে কাজ করছি, তাই পোশাকে থাকছে ভিন্নতা। নতুন ডিজাইনের পোশাকের পাশাপাশি গলায় ঝোলানো থাকবে ‘এস’ আকৃতির এক বিশেষ লকেট। পোশাকটি ডিজাইন করেছেন ভারতের ফ্যাশন ডিজাইনার স্যান্ডি।”

এর আগে ২৩ এপ্রিল মহরতে জানানো হয়, ‘বিজলী’র গল্প নকল নয়, বড়জোর অনুপ্রাণিত হয়ে লেখা।

সায়েন্স ফিকশনধর্মী ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ব্যানার্জি। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শতাব্দী রায়, রণবীর, ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, জাহিদ হাসান, দিলারা জামান প্রমুখ।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares