Select Page

বিজলীর নায়ক রণবীর

বিজলীর নায়ক রণবীর

bijli-firstlook

সুপার হিরোইন হয়ে সিনেমার পর্দায় আসছেন ববি। বজ্রের শক্তিতে করবেন দুষ্টের বিনাশ। আর সিনেমার নামও বিজলী। এতোদিন নায়িকার খবর জানা গেলেও আড়ালে ছিলেন নায়ক।

শোনা গিয়েছিল, নায়ক আসছেন দেশের বাইরে থেকে। এবার তার ছবি ও নাম মিলল। ববির বিপরীতে থাকবেন রণবীর। শনিবার সকালে পরিচালক ইফতেখার চৌধুরী ফেসবুকে ‘বিজলী’ জুটির ফার্স্টলুক প্রকাশ করেছেন। এখানে সুপার হিরোইনকে মোটেও অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে না। নায়কের সঙ্গে রোমান্টিক মুডেই আছেন।

তবে নতুন এ নায়কের বিস্তারিত জানাননি ইফতেখার।

জানুয়ারির মাঝামাঝিতে ‘বিজলী’র ঘোষণা দেন ইফতেখার। জানান, প্রথমবারের মতো ছবিটি প্রযোজনা করছেন ববি। আর ববি অভিনয় করবেন সুপার হিরোইনের ভূমিকায়।

‘বিজলী’ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ববি বলেন, ‘এটা আসলে একটি সায়েন্স ফিকশন ছবি হবে, তবে গল্পটা বাংলাদেশকে কেন্দ্র করে। ধরুন একজন মানুষ বজ্রাঘাতে বিশেষ ক্ষমতা পেয়ে যায়। যে ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।’


মন্তব্য করুন