Select Page

বিজ্ঞাপনে জুটি ইমন-শম্পা

বিজ্ঞাপনে জুটি ইমন-শম্পা
9.jpg_2860_0.9বাজারে নতুন আসা ‘রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন চিত্রনায়ক ইমন ও সুপার হিরোইন শম্পা।
এর আগে একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করেন জনপ্রিয় মডেল তারকা নোবেল ও চিত্রনায়িকা নিপুণ
ইমন ও শম্পাকে প্রথমবারের মতো জুটিবদ্ধ করে রাজ ফ্যাশনের এবারের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন বোটানিক এ্যারোমার চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।


মন্তব্য করুন