Select Page

বিদেশে ৯১ ও দেশের ২০টি প্রেক্ষাগৃহে ‘পাপ পুণ্য’, দেখুন তালিকা

বিদেশে ৯১ ও দেশের ২০টি প্রেক্ষাগৃহে ‘পাপ পুণ্য’, দেখুন তালিকা

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ আজ মুক্তি পাচ্ছে দেশ-বিদেশি শতাধিক প্রেক্ষাগৃহে।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বিদেশের ৯১টি ও দেশের কুড়িটির মতো প্রেক্ষাগৃহে ‘পাপ পুণ্য’র মুক্তি পেয়েছে।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স এর পাঁচটি শাখাতেই শুক্রবার থেকে চলবে ‘পাপ পুণ্য’। এছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, জিঞ্জিরার জয় সিনেপ্লেক্স, গাজীপুরের বর্ষা সিনেমা হল, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার শঙ্খ, লিবার্টি, রংপুরের শাপলা, বগুড়ার মধুবন, নওগাঁ’র তাজ, ভৈরবের মধুমতি, শেরপুরের সত্যবতী এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’।

শুক্রবার প্রথম শো থেকেই রাজধানীর সবগুলো প্রেক্ষাগৃহে ঢুঁ দিবেন ‘পাপ পুণ্য’ সিনেমার সকল আর্টিস্ট ও কলাকুশলীরা। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলবেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদরা।

শুক্রবার থেকে একযোগে ‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহ গুলোতেও। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, শুক্রবার থেকে কানাডার ৭টি ও আমেরিকার ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, আমাদের পরিবেশনায় প্রথম সপ্তাহে উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার।

তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে (২৭ মে) কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ পুণ্য’। উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ১০০ এর মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।


মন্তব্য করুন