Select Page

‘বিদ্যার প্রশংসা পেয়ে সত্যিই ভালো লেগেছে’

‘বিদ্যার প্রশংসা পেয়ে সত্যিই ভালো লেগেছে’

“ভালোবাসার শহর’ছবিটি নিয়ে অনেকেই নানাভাবে আমার প্রশংসা করেছেন। তবে আজ সকালে পত্রিকায় যখন দেখলাম, বিদ্যা বালান আমার অভিনয় নিয়ে দারুণ কিছু কথা বলেছেন, তখন আমার মনের ভেতর অন্য রকম অনুভূতি তৈরি হয়েছিল। শুধু আমাকে নিয়েই নয়, ছবিটিও নিয়ে চমৎকার একটা রিভিউ করেছেন বিদ্যা বালান। তার প্রশংসা পেয়ে সত্যিই ভালো লেগেছে।”—  এনটিভি অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেছেন জয়া আহসানের

সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর কলকাতায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‌‘ভালোবাসার শহর’। ছবি নিয়ে ভারতীয় নামি-দামী অনেক তারকা রিভিউ করেছেন। সবাই বিশেষ করে জয়ার অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

কলকাতার এবেলায় প্রকাশিত রিভিউতে বিদ্যা বালান বলছিলেন, “অন্নপূর্ণা দাসের চরিত্রে কী অপূর্ব অভিনয় করেছে জয়া আহসান! একটি সাধারণ মেয়ে, যে মুসলিম ছেলের উপর ভরসা করে ঘর ছেড়েছিল, শহর ছেড়ে বহু দূর দেশ সিরিয়ার হোমস শহরে চলে গিয়েছিল। সেই দুঃসাহসী মেয়ের জীবনে নেমে এল অন্ধকার। যুদ্ধের সময়ে নিরুদ্দিষ্ট স্বামী, কোমাচ্ছন্ন ছোট্ট মেয়ে, বৃদ্ধ বাবাকে নিয়ে এক নারীর কী অসমসাহসী লড়াই দেখাল ‘ভালোবাসার শহর’, বলে বোঝানোর ক্ষমতা নেই আমার! কী অভিনয় করে দেখালেন জয়া!”

বিদ্যা আরো বলেন, “জয়ার অভিনয় আমি দেখেছি ‘রাজকাহিনী’ ছবিতে। ওর মতো শক্তিশালী অভিনেত্রী আমি খুব কমই দেখেছি। জযার জন্যে আমার পক্ষ থেকে অনেক হাততালি পাওনা রইল।”

‌‘ভালোবাসার শহর’ পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। আধা ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, অরুন মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।

এদিক বিদ্যা প্রসঙ্গে জয়া আরো বলেন, “বিদ্যা বালান আমার প্রিয় অভিনেত্রী। তাকে আমি বলেছিলাম, আমি আপনার অভিনয় অনেক পছন্দ করি। তখন বিদ্যা বালান বলেছিলেন, ‘আমিও তোমার অভিনয় দেখেছি। খুব ভালো অভিনয় করো তুমি। আমরা দুজন দুজনার ভক্ত। অথচ আমরা কেউ এটা জানি না।’এরপর আমার অভিনীত ‘বিসর্জন’ছবিটি তিনি দেখবেন বলেও আমাকে তখন জানিয়েছিলেন।”


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares