Select Page

‘বিদ্রোহী বধূ’ পরিচালকের সঙ্গে আবারো মৌসুমী

‘বিদ্রোহী বধূ’ পরিচালকের সঙ্গে আবারো মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। তাদের পরিচালনায় ‘বিদ্রোহী বধূ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘তুমি সুন্দর’ ছবিতে অভিনয় করেছিলেন মৌসুমী। আবারো এক হচ্ছেন তারা। খবর মানব জমিন

অনেকদিন পর নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক জুটি। ছবির নাম ‘নায়ক’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। শুক্রবার সন্ধ্যায় তাকে চুক্তিবদ্ধ করা হয়েছে।

ইস্পাহানী বলেন, মৌসুমীর সঙ্গে চলচ্চিত্রে পরিচয় অনেকদিনের। বেশ কিছু সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করা হয়েছে আমাদের। ‘নায়ক’ ছবিতেও কাজ করতে যাচ্ছেন মৌসুমী। গত শুক্রবার তাকে এ ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। আসছে জানুয়ারি মাস থেকে এ ছবির কাজ শুরু হবে।

এদিকে, ‘নায়ক’ ছবিতে বাপ্পি চৌধুরী ও অধরা খান এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।


মন্তব্য করুন