Select Page

বিনাকর্তনে ছাড়পত্র পেল আন্ডার কনস্ট্রাকশন

বিনাকর্তনে ছাড়পত্র পেল আন্ডার কনস্ট্রাকশন

underconstruction-1প্রথম ছবিটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল, মুক্তির পর সপ্তাহ পার না হতেই প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছিল। সেই ছবির নির্মাতা আবার ছবি নির্মান করেছেন, নাম আন্ডার কনস্ট্রাকশনমেহেরজানের পর দ্বিতীয় ছবিও বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে – শীঘ্রই মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে।

গত রোববার ছাড়পত্র পেলেও বিশ্বকাপ, রাজনৈতিক অস্থিরতার কারণে আপাতত আসছে না ছবিটি। দিনক্ষণ নির্ধারণ নিয়ে এরই মধ্যে ছবি-সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ শুরু করেছেন পরিচালক।

আন্ডার কনস্ট্রাকশন মুক্তির আগেই বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনীর ডাক পেয়েছে, উৎসবগুলো হবে বছরের শেষ দিকে অক্টোবর কিংবা নভেম্বরে। তাই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের আগেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।

আন্ডার কনস্ট্রাকশন ছবিতে অভিনয় করেছেন শাহানা গোস্বামী, রাহুল বোস, মিতা চৌধুরী, নওশাবা, শাহাদাত হোসেন, রিকিতা ন​ন্দিনী, তৌফিকুল ইসলাম ও সোহেল মণ্ডল।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন