Select Page

বিনা পারিশ্রমিকে পুত্র

বিনা পারিশ্রমিকে পুত্র

বিনা পারিশ্রমিকে পুত্র ছবির কাজ করলেন ফেরদৌস Ferdous-Ahmed

পারিশ্রমিক ছাড়াই পুরো ছবির কাজ শেষ করলেন ফেরদৌস। সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি।

প্রতিবন্ধী শিশুদের নিয়ে ছবির গল্প। ফেরদৌসকে একজন প্রতিবন্ধী শিশুর বাবার চরিত্রে দেখা যাবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা কালের কণ্ঠকে বলেন, ‘সব সময়ই সমাজের জন্য কিছু করতে চেয়েছি। আমাদের দেশে এখনো প্রতিবন্ধী শিশুদের অবহেলার চোখে দেখা হয়। তাদের দিয়ে কিছু হবে না—এমন ধারণা পোষণ করা হয়। কিন্তু সেটা ভুল। ভালোবাসা পেলে, সুযোগ পেলে প্রতিবন্ধীরাও হয়ে উঠতে পারে সমাজের প্রতিনিধি। সচেতনতামূলক এই ছবিতে কাজ করেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। পারিশ্রমিক নিয়ে একেবারেই ভাবিনি। ভবিষ্যতেও এমন ব্যতিক্রমী ছবিতে কাজ করতে চাই।’

‘পুত্র’তে ফেরদৌস ছাড়াও আছেন জয়া আহসান


মন্তব্য করুন