Select Page

বিশ্বসুন্দরীর বদলে এলো ‘সুন্দর মানুষ’

বিশ্বসুন্দরীর বদলে এলো ‘সুন্দর মানুষ’

কয়েক দিন আগে প্রকাশ হয়েছিল ‘বিশ্বসুন্দরী‘ সিনেমার প্রথম পোস্টার। সেখানে পরী মনি ও সিয়াম আহমেদকে দেখা যায়। সোমবার প্রকাশিত হয় প্রথম গান ‘সুন্দর মানুষ’। সেখানে সিয়ামকে দেখা গেলেও মিলেনি নায়িকার দেখা। সঙ্গে এক ঝলক দেখা গেল অন্য নায়িকা হিরাকে। সম্ভবত চমক রাখতে চেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, এটি তার প্রথম ছবি।

কক্সবাজারের সুন্দর লোকেশনে বন্ধুদের সঙ্গে সিয়ামকে মাস্তি করতে দেখা যায় গানটিতে। যদিও সিনেমাটিক একটু কম লাগে। গান ও দৃশ্যায়ন দুই দিক থেকেই।

রাকিব হাসান রাহুলের কথায় কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। কয়েক দিন আগেই তার কণ্ঠে প্রকাশ হয়েছে ‘ন ডরাই’ ছবির গান। মজার বিষয় হলো দুটোরই লোকেশন একই। তবে থিম ও দৃশ্যায়নের অনেক অনেক তফাত।

মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘সুন্দর মানুষ’। সেখানে গানটি সম্পর্কে লেখা হয়েছে ‍””সুন্দর মানুষের মন হয় না সুন্দর মুখের হাসির মতন …” একজন স্বাপ্নিক তরুণ স্বাধীনের বিশ্বাস সুন্দর এই জগতটায় সুন্দর মানুষেরই বাস হওয়া উচিত: সুন্দর কথা, সুন্দর জীবন-যাপন ! কিন্তু সব সুন্দর হাসি কি সবসময় সত্যিটা বলে? নাকি হাসির পেছনেও থাকে কিছু গল্প, নিকষ কালো আঁধারের গল্প!”

রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে নির্মিত ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে ৬ ডিসেম্বর।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares