Select Page

‘বিশ্বসুন্দরী’ শুরু

‘বিশ্বসুন্দরী’ শুরু

মঙ্গলবার শুরু হলো চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’র শুটিং। ফরিদপুর থেকে সিনেমাটির ক্যামেরা চালু খবর জানালেন পরিচালক নিজেই। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছে পরী মনি, ফজলুর রহমান বাবু ও মনিরা মিঠুসহ অনেকেই। দ্বিতীয় লটের শুটিং শিল্পী তালিকায় যোগ হবেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আনন্দ খালেদ।

ছবির নাম বিশ্বসুন্দরী হলেও পরী এখানে শোভা চরিত্রে অভিনয় করছেন। তার নায়ক হিসেবে আছেন জনপ্রিয় নায়ক সিয়াম। ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি হয়ে চলচ্চিত্র করছেন তারা।

২০০১ সালের ১৮ আগস্ট নাট্যপরিচালক হিসেবে যাত্রা শুরু হয়েছিল ১৮টি ধারাবাহিক এবং কয়েক শ একক টেলিভিশন নাটকের নির্দেশক চয়নিকা চৌধুরীর। তিনি বলেন, ‘আমি সংখ্যাতত্ত্বে তেমন বিশ্বাস করি না। এরপরও ভাবতে ভালো লাগছে, ১৮ আগস্ট ২০০১ সালে নাট্যপরিচালক হিসেবে দর্শক প্রথম আমাকে চিনেছিলেন। ১৮ বছর পর ১৮ তারিখেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালাম। ২০০১ সালের ১৮ আগস্ট দিনটিও ছিল মঙ্গলবার। এবারও মঙ্গলবারই আমার প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হলো। পুরো বিষয়টিই কাকতালীয়।’

ছবির নায়িকা পরী মনি এখন অভিনয় নিয়ে দারুন সিরিয়াস বলে জানালেন কদিন আগে। তাই ‘বিশ্বসুন্দরী’কে তার সিরিয়াস হয়ে চলচ্চিত্রে ফেরার গল্পই বলা যায়। এ ছবির মধ্য দিয়েই হয়তো পরী আবার চলচ্চিত্রের নতুনভাবে নিজেকে মনোনিবেশ করাবেন। মানুষ হিসেবে একটু ডানপিটে পরী। মন্তব্য পরিচালকদের। সেই ডানপিটে স্বভাবটাই এবার সিনেমার জন্য প্রয়োগ করবেন। করবেন ভালো ভালো ছবি।

পরী মনি বলেন, ‘গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল ছবিটির গল্পের মতো গল্প খোজছিলাম দীর্ঘদিন ধরেই। মনে মনে সিদ্ধান্তও নিয়েছিলাম এমন হৃদয় ছোঁয়া গল্প না হলে আর ছবিই করবো না। ‘বিশ্বসুন্দরী’র গল্প হৃদয় ছোঁয়া। ছবিটিতে আমি শোভা চরিত্রে অভিনয় করছি। দারুন একটি চরিত্র। এটি বড় পাওয়া হিসেবেই দেখছি আমি।’

৩ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে অনুষ্ঠানের প্রায় দুই মাস পর শুরু হলো ছবিটির শুটিং। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত বিশ্বসুন্দরীর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares