Select Page

বিষাদ ছড়িয়ে ‘আহারে জীবন’ (ভিডিও)

বিষাদ ছড়িয়ে ‘আহারে জীবন’ (ভিডিও)

ডুব’ সিনেমার একমাত্র গান ‘আহারে জীবন’। গানটি শুনতে শুনতে অজান্তে আপনি বলে উঠতে পারেন আহারে! আহারে! অদ্ভুত বিষাদ ছড়িয়ে যায় মনে। এবারই প্রথম সম্ভবত এমন গান শোনা যাবে সিনেমায়।

গানটি তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। বৃহস্পতিবার রাতে প্রকাশ হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

নতুন গানটি প্রসঙ্গে চিরকুটের সুমী বলেন, ‘গানটি নিরীক্ষাধর্মী। এই গানের পে;ছনে অনেক সময় দিতে হয়েছে। সাধারণত একটি গান লিখতে আমাদের সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু “আহারে জীবন” লিখতে সময় লেগে গেছে সাড়ে তিন মাস। এটার পেছনে নির্মাতা ফারুকী ভাইয়েরও অবদান ছিল অনেক।’

গানটির দৃশ্যায়ন হয়েছে রাজধানীর মধুমতি সিনেমা হলে। এতে ব্যবহার করা হয়েছে ‘ডুব’-এর কিছু স্থির দৃশ্য। দৃশ্যায়ন আর গান মিলিয়ে অদ্ভুত আবেশ তৈরি করে।

মোস্তফা সরয়ার ফারুকীর ছবিটিতে অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, রোকেয়া প্রাচীসহ অনেকে। মুক্তি পাবে ২৭ অক্টোবর।


মন্তব্য করুন