Select Page

বিয়ের খবরে বাপ্পীর অস্বীকার

বিয়ের খবরে বাপ্পীর অস্বীকার

Ami Tomar Hote Chai digital bangla film by anonno mamun with bappy bidya sinha mim misha shawdagor rakhi sawant item girl (5)

আমেরিকায় শো করতে গিয়ে গোপনে বিয়ে করেছেন বাপ্পী। সম্প্রতি এমন গুঞ্জনই ঢালিউড ইন্ডাস্ট্রিতে ভেসে বেড়াচ্ছে। তবে যুগান্তরের কাছে খবরটি অস্বীকারে করেছেন হালের এ সেনসেশন।

সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, আগস্টে নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে অন্যদের সঙ্গে বাপ্পীও গিয়েছিলেন। ওখানে গিয়ে বিয়েও করেছেন। পাত্রীর নাম সৃজয়া সরকার তুলতুলি। তিনি কুইন্স-এ বসবাস করেন।

আরো জানানো হয়, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একজন উকিলের মাধ্যমে তাদের বিয়ে রেজিস্ট্রি হয়। বিয়ের সময় দুজনের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

তুলতুলি বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক। দুই বছর ধরে তাদের মধ্যে প্রেম চলছিল বলে গুঞ্জন রয়েছে। বাপ্পী আমেরিকায় যাওয়ার পর তুলতুলির সঙ্গেই অবসরের পুরোটা সময় কাটিয়েছেন। বিয়ের পর একই ফ্লাইটে তারা দুজন বাংলাদেশে ফিরেছেন। দেশে ফিরে বাপ্পির ফ্ল্যাটেই নাকি উঠেছেন তুলতুলি।

তবে পুরো বিষয়টি অস্বীকার করে বাপ্পী বলেন, ‘তুলতুলি নামের কাউকে আমি চিনি না। বিয়ে তো দূরের কথা। এ প্রথম আমি তার নাম শুনেছি।’


মন্তব্য করুন