Select Page

বিয়ের খবরে বিপাশার কান্না

বিয়ের খবরে বিপাশার কান্না

bipasha-kabir

গোপন বিয়ের খবরে দুঃখ পেয়েছেন আইটেমকন্যা বিপাশা কবির। এমন মিথ্য খবর তার চোখে জলে এনে দিয়েছে! যাকে তিনি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন।

১ অক্টোবর এক ভিডিওবার্তায় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘একটা চক্র আমার ক্যারিয়ার ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। প্রথম দিকে তারা আমার পারিশ্রমিক নিয়ে নানা গল্প তৈরি করেছে। আর এখন শুরু করেছে বিয়ে নিয়ে।’

তিনি আরো বলেন, ‘আমার একটা সম্পর্ক আছে। সেটা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ঢালাওভাবে জানিয়েছি। এমনকি বিয়ের সময় ঢাকঢোল পিটিয়ে জানানোর আশ্বাসও দিয়েছি। তাহলে এখন কেন চুরি করে বিয়ে করব? সাংবাদিক ভাইদের কাছে আমার ক্যারিয়ারের দোহাই দিয়ে অনুরোধ করছি, দয়া করে আমার মন্তব্য না নিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করবেন না। এতে শুধু আমার নয়, একটি পরিবারেরও মান-সম্মানের ক্ষতি হয়। আর যারা এই মিথ্যা অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে আমি শিগগিরই আইনি পদক্ষেপ নেব।’

ছয় বছরের ক্যারিয়ারে ৫০টিরও বেশি সিনেমার আইটেম গানে নেচেছেন বিপাশা। হয়েছেন দুটি ছবির নায়িকা। হাতে আছে আরো আটটি ছবি।


মন্তব্য করুন